লবণ নয়, আয়োডিন ঘাটতি!
পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতোদিন পেঁয়াজ ছাড়া সালাদ যুৎসই হচ্ছিল না। যখন দুপুরের খাবারের সঙ্গে সালাদ নেয়ার কথা ভাবলাম, টমেটো, গাজর, শসা কাটা শেষ, লবণ ছিটিয়ে দেবার পালা এলো যখন, তখনই খবর ছড়াতে শুরু করল-বাজারে লবণের দাম বাড়ন্ত।