![](https://media.priyo.com/img/500x/http://www.deshrupantor.com/assets/news_images/2019/11/18/bag.jpg)
ষড়যন্ত্র, রাজনীতি ও অতি-রাজনীতি
রাজনীতির এ কোন মুখ দেখছি আমরা? কোনো সমস্যার প্রতিকার নেই, নিদান নেই, আন্তরিক উদ্যোগ নেই, এমনকি কোনো ‘বিরুদ্ধস্বর’ শোনারও মানসিকতা নেই! একটি সমস্যা সামনে আসে, আর ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয় : সরকারকে বিব্রত করার জন্য একটি মহল এই কাজ করছে।