কীভাবে ধূমপানের ঝুঁকি কমাবেন ?
ইন্ডিপেন্ডেন্ট ২৪
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ১২:০১
সাধারণ সিগারেটের চাইতে ই-সিগারেটে স্বাস্থ্য ঝুঁকি কম, এ কারনে বিভিন্ন বয়সের ধুমপায়ীরা ই-সিগারেটেই বেশি আগ্রহী হয়ে উঠছেন। ভবিষ্যতে তামাক নির্ভর সিগারেট কম্পানীগুলোর জন্য ভেইপকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রিটেনের ব্যবসায়ীরা।