সংকটের মুখে পদত্যাগ করলেন অনিল আম্বানি
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০১:১৫
রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আরকম) ভারতের অন্যতম শীর্ষ সেলফোন অপারেটর। তবে দেশটির মোবাইল টেলিকম খাতের দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। যত দিন গেছে, আরকমের দেনার দায় বেড়েছে। একসময়ের অন্যতম শীর্ষ ধনী অনিল আম্বানির মালিকানায় রীতিমতো দেউলিয়া হওয়ার পথে এগিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়-ব্যয়ের হিসাবে দেখা গেছে, রিলায়েন্স কমিউনিকেশনস রেকর্ড পরিমাণ লোকসান করেছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট তীব্র হয়েছে। সংকটের মুখে আরকমের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনিল আম্বানি। একই সঙ্গে পদত্যাগ করেছেন রিলায়েন্স কমিউনিকেশনসের পরিচালনা পর্ষদের চার সদস্য ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদত্যাগ
- অনিল আম্বানি