মিলিটারি, না সিভিল স্বেচ্ছাতন্ত্র কোনটি বেশি খারাপ?

ইত্তেফাক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ১৫:১৯

সম্প্রতি একটি লেখা পড়েছি একটি ব্রিটিশ জার্নালে। সিভিল ডিকটেটরশিপ কি মিলিটারি ডিকটেটরশিপের চেয়ে ভালো? কৌতূহলি হয়ে পড়েছি। আমরা বাঙালিরা তো দীর্ঘকাল পাকিস্তানি ও বাংলাদেশি মিলিটারি ডিকটেটরশিপের অধীনে বাস করেছি। বিএনপি-জামায়াতের আমলে সিভিল ডিকটেটরশিপের আস্বাদও লাভ করেছি। এখনো কিছুটা পাচ্ছি না তা নয়। তবে পুরোপুরি সিভিল ডিকটেটরশিপের শাসন আমরা দেখিনি। দেখতে হবে কি না জানি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও