দাম বাড়ে না, বাড়ানো হয়!
দেশে বর্তমান সময়ে কোনো উৎসবের আয়োজন নেই। নেই কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের দক্ষিণাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি ছাড়া তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগও এবার দেখা যায়নি। তারপরও প্রতিনিয়িত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। সাধারণ ভোক্তারা বাড়তি দামেই জিনিস কিনতে বাধ্য হচ্ছেন। এতে করে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বিধান করতে হিমশিম খেতে হচ্ছে।