![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/17/f11a05743a5a87dc40f8da3cc716eccc-5dd10696c9d45.jpg?jadewits_media_id=1485947)
উপকূলজুড়ে বনায়ন করতে হবে
সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছিল। যে তীব্রতায় তা আঘাত হেনেছে, সুন্দরবন না থাকলে জানমালের আরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। বিশেষজ্ঞদের তরফে বলা হচ্ছে যে সুন্দরবনের কারণে বাংলাদেশ ঝড়ের এই বিপদ থেকে অনেকটাই বেঁচে গেছে। সুন্দরবনের গুরুত্ব ও একে রক্ষার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ