সস্তা ফোনে ‘ঝুঁকি’ বেশি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৫৩
অনেকে স্বল্প দামের স্মার্টফোন ‘ঝুঁকি’ থাকে বেশি, এমনটাই বলছেন গবেষকরা। গবেষণা প্রতিষ্ঠান ক্রিপ্টোওয়্যারের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, সস্তা ফোনে ‘প্রি ইনস্টলড’ থাকে। এমন ১৪০টির বেশি অ্যাপে ‘ক্ষতিকর বাগ’ পাওয়া গেছে। ওই বাগগুলোর সুযোগ নিয়ে সহজেই ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া সম্ভব।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সস্তা স্মার্টফোন
- ঝুঁকি