বিয়েতে উপহার এক কেজি পেঁয়াজ, খুশি বর-কনে
সমকাল
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ২২:২২
পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনসাধারণে মধ্যে ক্ষোভ যখন চরমে তখন বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজের উপহার এখন আলোচিত ঘটনা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগস্থ হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাতে এ ঘটনা ঘটে। বন্ধুরা তাদের উপহার দিয়েছেন এক কেজি পেঁয়াজ।