শহরে কার-পুল অ্যাপ চালু করল ক্যুইক রাইড
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১২:৪২
business news: ‘এক পয়েন্টের দাম এক টাকা। কিলোমিটার পিছু তিন পয়েন্ট খরচ হবে যাত্রীর। গন্তব্যে পৌঁছে গাড়ির মালিককের ওয়ালেটে যাত্রী তাঁর ওয়ালেট থেকে ‘ফুয়েল পয়েন্ট’ ট্রান্সফার করবেন। স্থানীয় কোনও পেট্রল পাম্পে গাড়ির তেল ভরানোর সময় ওই ‘ফুয়েল পয়েন্ট’-এর মাধ্যমে আংশিক বিল মেটাতে পারবেন গাড়ির মালিক।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরিবহন সেবা
- ভারত