![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/15/7e1c22c456da154fdcb2c4f3672d649b-5dce5a0bab5d3.jpg?jadewits_media_id=1485460)
স্বেচ্ছাসেবক লীগে যে কারও ভাগ্য খুলে যেতে পারে
প্রথম আলো
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১৩:৫২
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল শনিবার। ইতিমধ্যে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলন হয়ে গেলেও উত্তর ও দক্ষিণ কোনো কমিটিরই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওই দুটি কমিটির শীর্ষ চারটি পদে কারা নেতৃত্বে আসছেন সে ঘোষণা আসবে।