Motorola Razr(2019) –এ থাকছে কোন কোন সুবিধা, দাম কত, জেনে নিন আজই
এসে গেল Motorola Razr (2019)। বৃহস্পতিবার লস এঞ্জেলেসে একটি সাংবাদিক সম্মেলনে এই ফোল্ডিং স্মার্টফোনের উদ্বোধন কর লেনেভো। ফোনের নাম Motorola Razr। এই ফ্লেক্সিবেল ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যাবে। এছাড়াও ফোনটির সামনে রয়েছে একটি সেকেন্ডারি স্ক্রিন, যাকে বলা হয় Quick View external display, এর ফলে দ্রুত নোটিফিকেশন, মিউজিক, গুগুলসহ অন্যান্য সহায়তা পাওয়া যাবে এই ফোনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.