প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিতে হবে: জুনাইদ আহমেদ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪০
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, বর্তমান বিশ্বে দ্রুত পরিবর্তনের প্রধান হাতিয়ার হচ্ছে আধুনিক প্রযুক্তি। পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে না পারলে জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই আধুনিক ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এখনই শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকার সবাইকে সম্মিলিতভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।