
নির্যাতনের নাম পেঁয়াজ
দাদি-নানির মুখে শোনা অনেক গল্পই আমাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয়। যেমন চার-পাঁচ টাকা দামে কেনা শাড়ি, এক-দুই পয়সা কেজি দামে কেনা চাল, এক-দেড়শ টাকা দামে কেনা সোনার ভরি ইত্যাদি। বলার অপেক্ষা রাখে না, আগামী ৫০ বছর পর রূপকথার গল্পতুল্য এমন দু-চারটা গল্প আমরাও শোনাতে পারব। তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, কিছু কিছু গল্পকে রূপকথার পর্যায়ে নিয়ে যেতে ৫০ বছর অপেক্ষার দরকার নেই। এই যেমন ধরেন পেঁয়াজের গল্প। একটা ঘটনার সাক্ষী আমি নিজে। ঘটনাটা এখন যদি বলি, তা হলে নির্ঘাত…
- ট্যাগ:
- মতামত
- নির্যাতন
- পেঁয়াজ
- পেঁয়াজের দাম