গতকাল সকাল ১০টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে ময়মনসিংহ কর অঞ্চলের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ময়মনসিংহ সিটি করপোরেশন ৭ জন করে করবর্ষের সর্বোচ্চ ও দীর্ঘসময় ৪২ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। কর কশিমনার মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড, আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম, ট্যাক্সেস বারের সভাপতি এড সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজ-এর পরিচালক শংকর সাহা প্রমুখ। সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ও সনদ পেয়েছেন জামালপুরের বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী এ কে এম মেহবুব রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.