শশীর অনুরোধ

মানবজমিন প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী। ধারাবাহিক ও খণ্ড নাটক দুটিতেই নিয়মিত অভিনয় করছেন তিনি। তাই এ সময়ের নাটক নিয়ে বেশ সজাগ তিনি। বর্তমানে মানের চেয়ে নাটকের সংখ্যা বেশি হচ্ছে বলেও মনে করেন তিনি। তার ভাষ্য, আমাদের এখন প্রচুর নাটক নির্মাণ হচ্ছে। টিভি চ্যানেলের সংখ্যাও আমাদের কম নয়। কিন্তু নাটকের মান অনেক কমে গেছে। একজন অভিনেত্রী  হিসেবে নির্মাতা ও টিভি চ্যানেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ নাটকের সংখ্যা না বাড়িয়ে বাজেট ও মানের দিকে মনোযোগ দিন। আমাদের অনেক নির্মাতা পর্যাপ্ত বাজেট পায় না। যার কারণে অনেক সময় ভালো গল্পের নাটকের মানও খারাপ হয়ে যায়। নাটকগুলো এখন এজেন্সি নির্ভর হয়ে গেছে। এক্ষেত্রে এজেন্সিগুলো যদি নির্মাতাদের কাজের স্বাধীনতা দেয় তাহলে আরো ভালো কিছু আমাদের হবে। এ অভিনেত্রী বর্তমানে একাধিক টিভি ধারাবাহিক নাটকে ব্যস্ত সময় পার করছেন। উল্ল্যেখযোগ্য ধারাবাহিকগুলো হলো এস এম শাহীনের ‘সোনাভান’, জুয়েল শরীফের ‘ভূবন ডাঙ্গা’, সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ ও শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পন্ডিতেরা’। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন। দর্শক ও নির্মাতাদের কাছেও তাকে নিয়ে দারুণ আস্থা তৈরি করেছেন এ অভিনেত্রী। অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি একটি কমেডি নির্ভর প্রতিযোগিতার বিচারক হয়েছেন। কমেডি শো ‘হা-শো’র রংপুর বিভাগের অডিশনে বিচারকের আসনে ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও