![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/13/7d7aea92e4d7d50f4753365d9c6a0d4b-5dcc3b10548ef.jpg?jadewits_media_id=1485042)
অস্ট্রেলিয়ার বুকে একখণ্ড বাংলাদেশ
প্রথম আলো
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ২৩:১২
ককিংটন গ্রিন গার্ডেনস মহাসমারোহে তাদের ৪০ বছর পূর্তি আয়োজন করে ৩ নভেম্বর। ওই দিন বাগানটি সর্বসাধারণের জন্য বিনা মূল্যে উন্মুক্ত রাখা হয়। কয়েক শ পর্যটক ওই দিন বাগান এবং বাংলাদেশ জাতীয় গৌরব সংসদ ভবন প্রথমবার দেখেন।