কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চবির নতুন প্রক্টর অধ্যাপক মনির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান।এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল কবীর পলাশকে।অন্যদিকে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী।মঙ্গলবার (১২ নভেম্বর) আগামী ১ বছরের জন্য তাঁদেরকে নতুন দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ড.শিরীন আক্তার।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।অধ্যাপক মনির এর আগে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্ব  পালন করেন। এছাড়াও তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন।অধ্যাপক মনির জানান,'আমি কাজের মানুষ, কাজ করতে পছন্দ করি।সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে আমি আশা করি।প্রসঙ্গত,  চলতি বছরের ১৭ জুন প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীর মেয়ার শেষ হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন