মনসা মঙ্গলের কাহিনী মোটামুটি সবার জানা। চাঁদ সওদাগর বেহুলা, লখিন্দর আর স্বয়ং সর্পদেবতা মনসার পারস্পরিক কাজিয়া। তার জেরে নিñিদ্র লোহার বাসরঘরে, হাজারো সতর্কতা সত্ত্বেও কীভাবে সাপের কামড়ে লখিন্দরের মৃত্যু হলো, তা বংশপরম্পরায় আমরা শুনে আসছি। যেকোনো কারণেই হোক আমরা আখ্যান শুনি কিন্তু তার ভেতরের শিক্ষাটুকু মনে রাখি না। অন্তত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতবিক্রম, বল্লভভাই প্যাটেল পরবর্তী লৌহকঠিন লৌহমানব অমিত শাহ যে মনে রাখেননি, তা ১৯৪৭ সালে স্বাধীনতার পর দেশে সব থেকে বড় সিপাহি বিদ্রোহ দিল্লির বুকে আছড়ে পড়ার ধরন দেখেই স্পষ্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.