মূল্যায়ন কাঠামো অনুসরণে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা জরুরি
দেশে উচ্চশিক্ষার পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি হলেও কাঙ্ক্ষিত মান বৃদ্ধি কতটুকু হয়েছে তা নিয়ে প্রশ্ন বিদ্যমান। গুণগত মানের দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিত্র হতাশাজনক। বিশ্ববিদ্যালয়টির অধীনে রয়েছে দেড় হাজারের বেশি কলেজ। প্রতি বছর ভর্তি হচ্ছে লাখো শিক্ষার্থী, পাস করে বের হওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। অথচ প্রশ্ন রয়ে যাচ্ছে তাদের গুণগত মান নিয়ে।