কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বশির আহমেদকে শ্রদ্ধাঞ্জলি

মানবজমিন প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

একুশে ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের আশিতম জন্মবার্ষিকী আগামী ১৮ই নভেম্বর। এ উপলক্ষে তার সুযোগ্য উত্তরসূরি দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে আগামী ১৭ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’-এর আয়োজন করা হয়েছে। এদিকে বশির আহমেদের জন্মবার্ষিকীতে তার শিষ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও হোমায়রা বশির, রাজা বশির গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গুরুদক্ষিণামূলক একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তোমার উপমা তুমি’। লিখেছেন এনামুল হক অপু। গানটির সুর সংগীত করেছেন রাজা বশির। বলা যায় সেই ছোট্ট বয়সে বশির আহমেদের কাছেই গানের হাতেখড়ি কনকচাঁপার। টানা এক যুগ তার কাছেই গানে তালিম নিয়েছিলেন তিনি। ওস্তাদকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে কনকচাঁপা বলেন, সত্যি বলতে কী গানটির যেদিন ভয়েস দিলাম সেদিন সারাটি দিনই আমি মিশ্র এক অনুভূতির মধ্যদিয়ে পার করেছি। বারবারই শুধু মনের ভেতর অনুশোচনা হচ্ছিল ওস্তাদজি বেঁচে থাকতে কেন এমন একটি গান করা হলো না। তার জীবদ্দশায় এমন একটি গান হলে তিনি নিশ্চয়ই ভীষণ খুশি হতেন। হোমায়রা বশির বলেন, আমি গানটি শুনলেই প্রতিটি মুহূর্তে শিহরিত হয়ে উঠছি। বারবার মনে হয় আব্বা বুঝি পাশেই আছেন। রাজা বশির বলেন, আব্বাকে নিয়ে সম্মাননা অনুষ্ঠান, গান করা সবকিছুর মধ্যে আব্বা-আম্মাকে খুব মিস করছি। এদিকে এরইমধ্যে রাজার নির্দেশনাতেই গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও