কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপেক্ষায় কোনাল

মানবজমিন প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ বেছে বেছে কাজ করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সোমনুর মনির কোনাল। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। বাণিজ্যিক বিষয়টি মাথায় রেখে কখনো গান করতে আগ্রহী নন তিনি। নিজ উদ্যেগে যে গানগুলো করেছেন তার সবক’টিতেই মানের বিষয়ে লক্ষ্য রেখেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একাধিক গানের কাজ করেছেন। এগুলো প্রকাশের অপেক্ষায় রয়েছেন এ শিল্পী। গানগুলোতে ভিন্নধর্মী কোনালকেই শ্রোতারা খুঁজে পাবেন। এরইমধ্যে বিয়ে নিয়ে একটি গান করেছেন এ শিল্পী। এ বছরের বিয়ের মৌসুমেই এ গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘বিয়ার পলাশ ফুল ফুইটাছে দেখো গো আসিয়া/বাদ্য বাজাও, বাদ্য বাজাও আজ কন্যার বিয়া’- এমন কথার গানটি লিখেছেন সুদীপ্ত সালমা। আর সুর ও সংগীত করেছেন জে কে। এ প্রসঙ্গে কোনাল বলেন, এ গানটি করার কথা মাথায় আসে বেশ আগেই। আমার বিয়েতে হলুদের সময় বিয়ের গান খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমাদের বিয়ের গান হাতেগোনা। তখনই পরিকল্পনা করি বিয়ে নিয়ে গান করার। এবার বিয়ের মৌসুমে প্রকাশের জন্যই গানটি তৈরি করেছি। আশা করছি ভালো লাগবে সবার। এদিকে এরইমধ্যে ইমরানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানের শিরোনাম ‘মেঘের ছেঁড়া’। এর সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। শিগগিরই এটি ভিডিও আকারে সিএমভির ব্যানারে প্রকাশ হবে। এদিকে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ১৭ই নভেম্বর। এ উপলক্ষে রুনার একটি গান কভার করে তা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথাও জানিয়েছেন কোনাল। এ গায়িকা বলেন, সংগীতে আমার আইডল রুনা লায়লা। ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় তিনি ছিলেন আমার বিচারক। সেখান থেকে তার সঙ্গে সম্পর্ক। আমাকে খুব স্নেহ করেন। জন্মদিনে তাকে উৎসর্গ করে গানটি করবো। বিষয়টি তার সঙ্গে শেয়ারও করেছি। চলতি বছর মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’-এ কোনালের ‘আগুন লাগাইল’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। এ গানের পর এরইমধ্যে ‘বিক্ষোভ’ ছবির আইটেম গান ‘সানি সানি’-তে কণ্ঠ দিয়েছেন কোনাল। এ গানে পারফর্ম করেছেন সানি লিওন। মুম্বইয়ে শুটিং হয়েছে গানটির। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সুর করেছেন আকাশ সেন। কোনাল বলেন, গানটি নিয়ে আমি এক্সাইটেড। এটা একটা পার্টি সং। আমার গানে নেচেছেন সানি লিওন, এটা আসলে দেখার জন্য অপেক্ষা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও