![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/11/22a8ee4ecd786b011eeb660d38ad63ff-5dc8eab7a95e3.jpg?jadewits_media_id=1484401)
শেষ হলো কলকাতায় আয়োজিত বাংলাদেশ বইমেলা
প্রথম আলো
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯, ১০:৫৮
শেষ হয়েছে কলকাতায় আয়োজিত ‘৯ম বাংলাদেশ বইমেলা-২০১৯’। গতকাল রোববার ছিল মেলার শেষ দিন। ১ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনের উল্টোদিক মোহরকুঞ্জ প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।