আমুল বদলে যাবে অর্থনীতি, ইরানে আবিষ্কৃত নতুন তেলের খনি
এইসময় (ভারত)
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯, ০৩:২৩
world: রুহানির বক্তব্য অনুসারে, দেশের দক্ষিণপশ্চিমের খুজেস্তান প্রদেশে নতুন এই তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। এই তৈলক্ষেত্রটির আয়তন প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র আহভাজে। সেখানে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুদ আছে। খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত নতুন খনিটি সেদেশের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি হতে চলেছে। এখানে যে পরিমাণ তেল মজুদ আছে তা যুক্ত করল ইরানের মোট সঞ্চিত তৈল ভান্ডার এক ধাক্কায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তেলের খনি
- ইরান