![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/10/315b8e37ed6c45053410cdc92ceb956b-5dc7c4ddd26e9.jpg?jadewits_media_id=1484226)
ভবন নির্মাণ বন্ধ, ক্লাস চলছে খোলা জায়গায়
প্রথম আলো
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ১৩:৫৯
ভবন নির্মাণের কাজ বন্ধ থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলেও পাঠাচ্ছেন না। উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব টেকপাড়া এলাকার হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান মোল্লা জানান, ৯৭ বছর আগে হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়।...
- ট্যাগ:
- বাংলাদেশ
- খোলা আকাশের নিচে পাঠদান