পদ পেতে মরিয়া এক ডজন প্রার্থী

মানবজমিন প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ। সম্মেলনকে কেন্দ্র করে কয়েকদিন থেকে শহরে চলছে পাল্টাপাল্টি মিছিল। যার ফলে বিরাজ করছে টান টান উত্তেজনা। তবে দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন হওয়ায় চাঙ্গা আওয়ামী লীগ। একাধিক তোরণ নির্মাণসহ প্রার্থীর পক্ষে  স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহর। পুরো সম্মেলন বিশেষ নিরাপত্তার বলয়ে থাকবে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগের দিন শনিবার সকল চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগ ও মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে দলীয় সম্মেলনকে কেন্দ্র করে ৮ই নভেম্বর থেকে কুলাউড়া শহরে আওয়ামী লীগের দু’টি গ্রুপ পৃথক পৃথক মিছিল করেছে। পৃথক মিছিল হওয়ায় কুলাউড়ার মানুষের মাঝে দলীয় কোন্দল নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কমপক্ষে দুই ডজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল মতিন, বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহ-সভাপতি আব্দুর রউফ, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, সিলেট বিএমএ’র সাবেক সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও লন্ডন প্রবাসী মোস্তফা আব্দুল মালিক। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিএম জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শফিউল আলম শফি, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হাসান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সিপার উদ্দিন আহমদ ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর। এদিকে এদের বাইরেও বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে নৌকা বিরোধী এবং ধানের শীষের পক্ষে কাজ করেছেন এমন কেউ কেউ দলীয় পদ পেতে তৎপর। উত্তেজনা, মিছিল ও পাল্টা মিছিল হওয়ায় সম্মেলনকে ঘিরে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, সম্মেলনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। পুরো সম্মেলন থাকবে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢাকা থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও