চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোকবুল হোসেন বলেন, আমিও একজন এতিম সন্তান, জন্মের পরেই বাবা-মা’কে হারিয়েছি, কাজেই এতিমদের দুঃখ-দুর্দশা আমি বুঝি, তাই এতিমদের জন্য সহযোগিতার হাত বাড়াবেন বলে প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। গতকাল নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনামাসনা এতিমখানা মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ রকম একটি অবহেলিত প্রতিষ্ঠান রয়েছে যার অবকাঠামো উন্নয়ন হয়নি, তাই এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটি নাচোলের সন্তান হিসেবে করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গতকাল বেলা ১১টায় সোনামাসনা এতিমখানা মাদ্রাসায় ৫ম শ্রেণির পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.