কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাপন-গাঙ্গুলী বৈঠক নাগপুরে!

মানবজমিন প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে নাগপুরে। রোববারের ওই ম্যাচ দেখতে যাবেন বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন। ম্যাচের আগের দিন নাগপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিসিবি সুত্রে জানা গেছে, সেদিন বিসিবি সভাপতি পাপন ও বিসিসিআই সভাপতি সৌরভের সৌজন্য সাক্ষাৎটি রূপ নিতে পারে আনুষ্ঠানিক বৈঠকে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-ভারতের কলকাতা টেস্টের ব্যাপারেই আলোচনা করবেন দুই বোর্ড প্রধান। সে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে নানা আয়োজনের কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো খেলবে দিবারাত্রির টেস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও নানা আয়োজন রাখছেন ভারতীয় ক্রিকেটের এই নয়া বস। ইডেন গার্ডেনসের এ টেস্টে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচ শুরুর আগে গান গাইবেন তিনি। কলকাতা টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। প্রথম তিন দিনের টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) জানিয়েছে, ‘প্রথম তিন দিনের জন্য অনলাইনে ছাড়া টিকিটের মধ্যে ৩০ শতাংশ বিক্রি (৫,৯০৫ টিকিট) হয়ে গেছে। এ ছাড়াও চতুর্থ দিনের টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।’ স্তন ক্যানসার থেকে বেঁচে যাওয়া ২০জন উপস্থিত থাকবেন টেস্টের প্রথম দিনে। গ্লোবাল ক্যানসার ট্রাস্টের সহায়তা নিয়ে তাদের নিয়ে আসবে সিএবি। তৃতীয় দিন খেলার সুযোগও পাবেন তারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। কিংবদন্দি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা করছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও