প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে নির্মিত হলো নাটক ‘সেই তুমি’। ইসতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তারেক রহমান। নাটকটিতে থাকছে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটিও। গানের শিরোনামেই নাটকটির নামকরণ করা হয়েছে বলে জানালেন পরিচালক। এটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুমাইয়া মিথিলা, সারিকা সাবাহসহ অনেকই। পরিচালক তারেক রহমান বলেন, এবি মারা যাওয়ার পর তাকে উৎসর্গ করার জন্য আমি নাটকটি নির্মাণের পরিকল্পনা করি। কিছুদিন আগে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে সেই তুমি গানটি দর্শকরা নতুনভাবে শুনতে পাবেন। গানটি নতুন করে গেয়েছেন মুস্তাকিম হাসিব এবং মিউজিক করেছেন নাভেদ পারভেজ। প্রসঙ্গত, গত বছরের ১৮ই অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান গিটার লিজেন্ড ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ার পর ভক্ত ও কাছের মানুষেরা নানাভাবে তাকে স্মরণ করছেন। তাকে উৎসর্গ করে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বসেছে রূপালী গিটার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.