চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক পরিচয়ে নায়িকা বানানোর নামে প্রতারণা করছে কিছু অসাধু ব্যক্তি। এ নিয়ে গণমাধ্যমে নিয়মিত খবরও প্রকাশ হচ্ছে। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে মহাসচিব বদিউল আলম খোকন বিষয়টি নিয়ে গতকাল জানান, সাদ্দাম হোসেন মাসুম নামে এক প্রোডাকশন বয় দীর্ঘদিন যাবত নিজেকে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক পরিচয় দিয়ে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য না। শুধুমাত্র এই সব প্রতারকদের কারণেই এফডিসিসহ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের প্রতিনিয়ত সম্মানহানি ঘটছে। তিনি আরো জানান, যারা চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী এবং যেসব ব্যক্তি চলচ্চিত্র প্রযোজনা করার জন্য পরিচালক নির্বাচন করবেন তাদের প্রতি আমার অনুরোধ কোনো ব্যক্তি নিজেকে চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচয় দিলেই তার প্রকৃত পরিচয়ের ব্যাপারে সবরকম সহযোগিতা করার জন্য পরিচালক সমিতি সর্বদা প্রস্তুত। তাই সত্যতা যাচাই করে পরিচালক হিসেবে নির্বাচন করার জন্য পরিচালক সমিতির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.