কুন্ডেরার গল্প, আমাদের জীবন
নতুন সড়ক আইন হয়েছে দেশে। আমার কোনো আগ্রহ হয় না ভালো করে পড়ার। জানি যে এই আইনে বড় অঙ্কের জরিমানা আর জেলের শাস্তির বিধান হয়েছে। ভয়ে হয়তো প্রথম কিছুদিন একটু সমঝে চলবে কেউ কেউ। কিন্তু সড়কে দুর্ঘটনার জন্য প্রধান দায় যে বাস-ট্রাকমালিকদের, তাঁদের স্পর্শ করতে পারবে কি এই আইন? লিখেছেন আসিফ নজরুল
- ট্যাগ:
- মতামত
- নিয়ম-নীতি
- মানবাধিকার
- আইনশৃঙ্খলা
- ঢাকা