চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব সার কারখানা সিইউএফএলে চলছে হরিলুট। কারখানাটি ডুবতে বসেছে, অথচ সম্পদের পাহাড় গড়েছেন অসাধু কর্মকর্তা কর্মচারিরা। বহুতল বাড়ি করেছেন সিবিএ সভাপতি। আবাসিক কোয়ার্টার দখল করে ভাড়া দিয়েছেন বহিরাগতদের।