রাজবন বিহারে চীবর দান উৎসব শুরু
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৯, ০২:০১
রাঙ্গামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৬তম কঠিন চীবর দান উৎসব গতকাল শুরু হয়েছে। এটি পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের বৃহত্তম কঠিন চীবর দান উৎসব। এতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে আয়োজক কমিটি। দান উৎসব উপলক্ষে গতকাল বেলা ৩টায় বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইনঘর উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। পরে চরকায় সুতা কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ বছর রাজবন বিহারে ১৩০টি বেইনে অন্তত ৫২০ জন নারী কর্মী অংশগ্রহণ করবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কঠিন চীবর দানোৎসব
- রাঙ্গামাটি