কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নেত্রকোনায় পাচারকালে ৪৩ ভারতীয় গরু আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জওয়ানরা সোমবার ও মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারকালে ৪৩টি ভারতীয় গরু আটক করেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৭৫ হাজার টাকা। বিজিবি ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বুধবার সাংবাদিকদের জানান, জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপি’র হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে বিজিবি একটি টহল দল মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ভারতীয় সীমান্ত ১১৬৯ নং মেইন পিলার হতে ৪ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করে। অপরদিকে জেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েক সুবেদার মো. জহির উদ্দিন সরকারের নেতৃত্বে বিজিবি’র টহল দল রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় সীমান্ত ১১৭০ নং মেইন পিলার হতে ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্তি এলাকায় অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ৩৩টি গরুর অনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৫ হাজার টাকা। অন্যদিকে সোমবার গভীর রাতে চারুয়াপাড়া বিওপি’র হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল সোমবার রাত পৌনে তিনটার দিকে ভারতীয় সীমান্ত ১১৪৪ নং মেইন পিলার হতে ৯ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাইজপাড়া এলাকা দিয়ে ভারতীয় গরু পাচারকালে বিজিবি’র জওয়ানরা ১০টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত গরুগুলোকে পরবর্তীতে নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন