বরগুনায় সাবেক এমপি হিরুর মামলায় পুত্র জেলহাজতে

মানবজমিন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

বরগুনা-২ আসনের সাবেক সাংসদ গোলাম সারোয়ার হিরুর রুজু করা মামলায় তার বড় ছেলে গোলাম মোর্শেদ রানাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার  জামিন নামঞ্জুর করে বুধবার জেল হাজতে প্রেরণ করে। সাবেক সাংসদ গোলাম সারোয়ার হিরুর অভিযোগ তার বড় ছেলে গোলাম মোর্শেদ রানার সাথে তার পারিবারিক কলহ রয়েছে এর জের ধরে পাথরঘাটা থানায় বুধবার সকালে মামলা রুজু করেন। পাথরঘাটা থানার এজাহার সূত্রে জানা যায়, রানা বিভিন্ন সময়ে  তাকে (হিরু) ও তার স্ত্রী সাবেক  ইউপি চেয়ারম্যান নুর আফরোজ হেপীকে এবং ছোট ছেলে রনিকে নানা ভাবে হুমকি দিয়ে  আসছে। এছাড়াও  তার বসতঘর, গোয়াল ঘরের ২০টি গরু, মাছ ধরার ট্রলার এবং দুই লক্ষ টাকার গাছ আত্মসাৎ করেছে। তিনি মামলায় আরো উল্লেখ করেন গত মঙ্গলবার দুপুরে রানা তার ব্যক্তিগত মোটরসাইকেল ও বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে এবং খুন করার হুমকি দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও