![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/C89A554A-24F4-4B37-AAC9-F847453EF4E0_w1200_r1_s.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ২১:৪১
বাংলাদেশে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম অচল হয়ে পড়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য এই অভিযোগেই মূলতঃ আন্দোলন। যদিও তিনি ১ কোটি ৩০ লাখ টাকা অবৈধ পথে লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। ছাত্র-শিক্ষকদের সম্মিলিত আন্দোলনের জেরে মঙ্গলবার
- ট্যাগ:
- বাংলাদেশ
- আন্দোলন
- ভিসি অবরুদ্ধ
- ঢাকা