![](https://media.priyo.com/img/500x/https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2019/11/resize-350x300x1x0-image-103240-1572968592.jpg)
কিশোরীকে ককপিটে ঢুকতে দেয়ায় চিনের এক পাইলটকে আজীবন নিষিদ্ধ
আমাদের সময়
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৬
ইয়াসিন আরাফাত : তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই বিমান সংস্থার নিরাপত্তা বিধি লঙ্ঘন করে এই কাজ করেছেন। সেই কিশোরী সেখানে বসে ছবি তুলেন। ওই ছবিটি স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই নিষেধাজ্ঞার মুখে পড়েন পাইলট। সিএনএন চিনের এয়ার গুইলিনের একটি ফ্লাইটে গত জানুয়ারি মাসে ছবিটি তোলা হয়। কিন্তু সেটি সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া উইবোতে প্রকাশ …