![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2019/11/online/thumbnails/aaa-5dc1a1a7ec663.jpg)
গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর কারসাজির অভিযোগ
সমকাল
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩৩
'এক সময় অধিগ্রহণের পরিকল্পনা ছিল'- এমন উছিলায় বাউনিয়া মৌজার প্রায় তিনশ' জমির মালিকের ঘরবাড়ি বানানোর অনুমতি দিচ্ছে না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আবার ওই জমি অধিগ্রহণও করছে না। ফলে ওই জমির মালিকরা পড়েছেন মহাবিপাকে। ভুক্তভোগীরা সর্বস্ব বিনিয়োগ করে ওই জমি কিনেছিলেন। এখন তারা কী করবেন বুঝতেও পারছেন না।