![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1067241!/image/image.jpg)
কিশোরীকে ককপিটে ডেকে আজীবন নির্বাসিত পাইলট!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ১৯:৪৩
চিনের এয়ার গুইলিনের একটি উড়ানে জানুয়ারি মাসে ছবিটি তোলা হয়। কিন্তু সেটি সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া উইবো-তে প্রকাশ পেয়েছে। তারপরই ছবিটি অসামরিক বিমান পরিবহণের সঙ্গে জড়িত এক আধিকারিকের নজরে পড়ে। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভাইরাল
- ককপিট
- চীন