![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/05/fc941434ac89f120ff419d2034660f60-5dc1251a286ba.jpg?jadewits_media_id=1483070)
বস্ত্রশিল্পের চাহিদা ও জোগানের রূপরেখা
প্রথম আলো
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ১৩:২৬
পেটে ভাত পরনে কাপড়—দুটোরই অভাব ছিল যুদ্ধবিধ্বস্ত প্রায় শূন্য অর্থনীতির সদ্য স্বাধীন বাংলাদেশে। গত প্রায় পাঁচ দশকে বাংলাদেশ অন্ন ও বস্ত্র—দুটি খাতেই সমৃদ্ধি অর্জন করেছে। উন্মুক্ত বাণিজ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের উত্থান—এ দুই কারণে বস্ত্রশিল্প উঠেছে অনন্য উচ্চতায়। এর ফলে পরনের কাপড়এর অভাব এখন আর নেই বললেই চলে। জানা যায়, ব্যবহারের জন্য...