![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/assets/img/dainik-amader-shomoy-for-fb.png)
১০ মিনিটের চার্জে গাড়ি যাবে ২০০ মাইল
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০১:১৮
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণা করেছেন একদল গবেষক। নতুন এই ব্যাটারি ১০ মিনিট চার্জ দিলেই গাড়ি ২০০ মাইল চলতে পারবে বলে দাবি করেছে দলটি। ব্যাটারির নতুন নকশার কারণে বৈদ্যুতিক গাড়িগুলোকে অবশেষে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িগুলোর সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে সহায়তা করবে বলেও দাবি গবেষকদের। গবেষকরা বলেন, ব্যাটারিপ্রতি ১০ মিনিট চার্জে বৈদ্যুতিক গাড়ি ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যাটারির চার্জিং সাইকল ২৫০০তে সীমিত থাকবে। ফলে এক ব্যাটারি দিয়ে পাঁচ লাখ মাইলের বেশি পথ পাড়ি…
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৈদ্যুতিক গাড়ী
- মাইল ফলক