কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কলকাতা উৎসবে বাংলাদেশের দু’টি ছবিই দোয়েল ম্যাশের

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৮ই নভেম্বর। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে এ আসরের। উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্ত, রাখী গুলজার প্রমুখ। উৎসবে ৭৬টি দেশের মোট ২১৪টি ফিচার ফিল্ম দেখানো হবে। এ উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ছবি। এর মধ্যে একটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘আলফা’। আর অন্য ছবি ‘চন্দ্রাবতী কথা’র এ উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। দুটি ছবিতেই অভিনয় করেছেন নায়িকা দোয়েল ম্যাশ। ‘একাত্তরের যিশু’ আর ‘গেরিলা’র পর নাসিরউদ্দিন ইউসুফ তৈরি করেছেন ‘আলফা’। বিলবোর্ড, ব্যানার আঁকা নিয়ে কাজ করা একজন মানুষের শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়ার গল্প ঘিরে এই ছবি। ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি। মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও রয়েছেন এ টি এম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। এদিকে, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতীর লেখক হয়ে ওঠার বেদনা-বিধুর জীবন কাহিনী নিয়ে ‘চন্দ্রাবতী কথা’ ছবিটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। এতেও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। এ ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স। ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে জানুয়ারির প্রথম সপ্তাহে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন