
পেঁয়াজের ব্যাপারীর জাহাজের খবর
পেঁয়াজ মনে করতাছে, যতক্ষণ সে পাবলিকের নাগালের বাইরে থাকব, যতক্ষণ সে পরিমাণে অল্প থাকব, ততক্ষণই তার কদর থাকব। ভারত রপ্তানি বন্ধ করার পর শুনতাছি মিয়ানমার, তুরস্ক আর মিসর থিকা পেঁয়াজ আনার জোগাড়যন্ত্র চলতাছে। সেই জোগাড়যন্ত্র কয় দফা পাবলিকরে যন্ত্রণা দিব, সেইটা কোটি টাকার সওয়াল। বাণিজ্যসচিব সাব কইছেন, এই মাসের শ্যাষে নাকি পেঁয়াজের টেনশন যাবেই যাবে। লিখেছেন সারফুদ্দিন আহমেদ