পুঁজি উঠে না আসায় চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই

যমুনা টিভি প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ১৩:২৭

চলচ্চিত্র ব্যবসায় করা লগ্নি উঠে আসছে না। তাই প্রযোজকরা যেমন, তেমনি হল মালিকেরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ব্যবসা থেকে। মুনাফার বন্টন আর খরচ নিয়ে পাল্টা-পাল্টি অভিযাগও দু'পক্ষে। হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ, টিকেটের টাকা নয়-ছয়ের। আর প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা যেসব সিনেমা বানান তা আর চলে না। তবে সব পক্ষই বলছে, এই শিল্পকে বাঁচাতে মুনাফার সুষ্ঠু বন্টন এবং সিনেমা ও হলের মান উন্নত করতে হবে। চলচ্চিত্র নিয়ে শাকিল হাসানের বিশেষ ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত