![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/20/0781b709ccaf88e1d02b1badc168469c-5d32aac3963a7.jpg?jadewits_media_id=1456502)
প্রাণের পাশে সব সময় একদল ‘রক্তযোদ্ধা’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ১০:১৮
ম. শহিদুল্লাহ তখন স্নাতকের ছাত্র। এক ঘটনার পর তাঁকে পেয়ে বসে ব্যতিক্রমী এক নেশায়। মানুষের জীবন বাঁচাতে রক্ত জোগাড় করে দেওয়া। এলাকার কয়েকজন তরুণকে নিয়ে গড়ে তোলেন ‘প্রাণফোঁটা’। গত সাড়ে পাঁচ বছরে পাঁচ হাজারের বেশি রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছে পিরোজপুরের এই স্বেচ্ছাসেবী সংগঠন। পরে জেলায় গড়ে উঠেছে আরও দুটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন। তিন সংগঠন মিলে এখন স্বেচ্ছাসেবী রয়েছেন শতাধিক। তাঁরা শুধু নিজে