লিন্ডা হ্যামিল্টন আগের তুলনায় অনেক বেশি মারকুটে, তবে এ অ্যাকশন ছবিটি প্রমাণ করেছে টার্মিনেটর পুরনো হয়ে গেছে
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টার্মিনেটর’। ১৯৮৪ সালে দ্য টার্মিনেটর ছবি দিয়ে শুরু হওয়া এ সিরিজের পাঁচটি চলচ্চিত্রই বক্স অফিসে ঝড় তোলে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে নতুন কিস্তি টার্মিনেটর: ডার্ক ফেইট। একই দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পেয়েছে। টার্মিনেটর সিরিজের ষষ্ঠ কিস্তি ‘ডার্ক ফেইট’ মূলত সিরিজের প্রথম দ্য টার্মিনেটর এবং দ্বিতীয় ছবি ‘টার্মিনেটর : জাজমেন্ট ডে’র (১৯৯১) সরাসরি সিক্যুয়াল। তবে পরের তিন ছবি ‘টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিন’ (২০০৩), ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) এবং ‘টার্মিনেটর জেনিসিসের (২০১৫) অনেক যোগসূত্র রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.