![](https://media.priyo.com/img/500x/http://bonikbarta.net/uploads/news_image/news_209623_2.jpg)
গাড়িবোমা হামলার জন্য কুর্দিদের দায়ী করছে তুরস্ক
বণিক বার্তা
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০২:১৮
সিরিয়ার সীমান্তবর্তী শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে গতকাল এক ডজন মানুষ নিহত ও ৩০ জন আহত হয়েছে। বোমা হামলার জন্য কুর্দি সশস্ত্র বাহিনী পিপলস প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) দায়ী করছে আঙ্কারা। খবর রয়টার্স।