অনেক বছর আগে এক বনে বাস করতো একটি নেকড়ে। খাবার জোগাড়ের সুবিধার জন্য একদিন সে অদ্ভুত এক ফন্দি আঁটলো। ভেড়ার চামড়া গায়ে দিয়ে ভেড়া সেজে ওদের পালে ভিড়ে গেলো সে।