জনস্বার্থে তালবীজ রোপণ করে যাচ্ছেন দিনমজুর মান্নান
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ০৯:২০
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের একটি সড়কে দুই পাশে সারি সারি তালগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর তালগাছের কারণে পাল্টে গেছে সড়কটির দৃশ্যপট। খোঁজ নিয়ে জানা গেল, বজ্রপাত থেকে গ্রামবাসীকে রক্ষায় সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেছিলেন ওই গ্রামের ৬৮ বছর বয়সী দিনমজুর আবদুল মান্নান মল্লিক। হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকে বৃক্ষ রোপণের নেশা মান্নানের। দারিদ্র্যের কারণে পড়ালেখা করতে...