কলকাতা চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী বর্ষে দেখানো হবে থ্রিডি ছবি
২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে থাকছেন ‘সেক্সস, লাইজ এন্ড ভিডিওটেপ’র মতো হলিউডি ছবির নায়িকা অ্যান্ডি ম্যাকডাওয়েল। অ্যান্ডি ছাড়াও উৎসবে ২৪ দেশের ৫৬ জন প্রতিনিধি এবং ভারতের ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন। উৎসবের রজতজয়ন্তী বর্ষে এবারই প্রথম দেখানো হবে দুটি থ্রিডি ছবি। এছাড়া সেলুলয়েড যুগের ছবির স্বাদ দিতে ৩৫মিমি প্রজেক্টরে দেখানো হবে ১০টি ছবি। আগামী ৮ই নভেম্বর বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করবেন ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক অমিতাভ বচ্চন। এছাড়াও উপস্থিত থাকবেন শাহরুখ খান, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্ত, রাখী গুলজার প্রমুখ। উৎসব চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। আর তাই জার্মানির ৪২টি ছবি উৎসবে দেখানো হবে। শুক্রবার বিকেলে কলকাতার শিশির মঞ্চে এক সংবাদ সম্মেলনে ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচনের পাশাপাশি উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, চিত্রনায়িকা কোয়েল মল্লিক, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, উৎসব কমিটির মহাপরিচালক বিবেক কুমার প্রমুখ। এবার উৎসবে ৭৬টি দেশের ২১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে কলকাতার ১৭টি প্রেক্ষাগৃহে। উৎসবে থাকছে বাংলাদেশের দুটি ছবি। এবার উৎসবে পুরস্কার হিসেবে সেরা বিদেশি ছবির জন্য দেওয়া হবে ৫১ লাখ রুপি আর শ্রেষ্ঠ পরিচালক পাবেন ২১ লাখ রুপি। সঙ্গে দেওয়া হবে ‘রয়েল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি’। সেরা ভারতীয় ছবিকে দেওয়া হবে হীরালাল সেন স্মুতি পুরস্কার। শ্রেষ্ঠ নির্দেশক পাবেন ৭ লাখ রুপি ও শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে ৫ লাখ রুপি। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবিকে ৫ লাখ এবং শ্রেষ্ঠ তথ্যচিত্রকে দেওয়া হবে ৩ লাখ রুপির নগদ পুরস্কার। থাকছে এশিয়ার শ্রেষ্ঠ ছবির জন্য নেটপ্যাক পুরস্কার, স্মারক ও অর্থ।
- ট্যাগ:
- বিনোদন
- থ্রিডি
- চলচ্চিত্র উৎসব